পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কয়েকটি প্রশ্ন, একটি ভূমিকা

  পাঠিকা, পাঠক – আমি আশা করছি আপনি/তুমি/তুই ও নিজের অবস্থান ও তার নিজস্ব বিশ্লেষণের চেষ্টা নেবেন। উত্তর দেবেন কয়েকটি প্রশ্ন, একটি ভূমিকা “লিবারেল” গণ – অসৎ লিবারেল অথবা সৎ – সিলেটিতে “কানা, মনে মনে জানা”র সূত্রে – নিজেদের দৌড়, মোল্লা হেন, জানা আছে, কার কোন মশজিদ অবধি। এ’ও বহুযুগ বুঝিয়ে বলবার অপেক্ষা রাখেনা, যে, “লিবারেলি” গণ আদতে পেটি বুর্জোয়া। যা কিঞ্চিত বিশদ করা দরকার তা হলো এদের ভূমিকার বিশেষত্ব। লিবারেলি দল যায়, গেছে, যাবে – নানান মিটিং, মিছিলেও কিন্তু সে সকল মিটিং, মিছিল, কমিটি – কদাপি রাষ্ট্র নামক কাঠামোর বিরোধিতা করবেনা – গোপনেও। রাষ্ট্র যে একটি অমিমাংসিত দ্বন্দ্বকে ধামা চাপা রাখবার ব্যবস্থা মাত্র, ‘রাষ্ট্র’ এই কাঠামোটিকেই যে উপড়ে ফেলবার প্রয়োজন – এ তারা দুঃস্বপ্নেও, তিনশো পেগ রাম, হুইস্কি বা সাড়ে চারশো দশমিক তিন স্কচের পরেও ভাবেনা, ভাববে না। তারা অবলীলায় পদ্য লিখে শেষ লাইনে জুড়ে দেবে “আমি আরব গেরিলাদের সমর্থন করি” আর তা’ই দেখে “আমিও কম কিসে” জনিত মস্তিতে, আরেক লিবারেল উপন্যাসের নাম, যে উপন্যাস মূলত একটি যৌন পুস্তিকা, দিয়ে দেবে “আরব গেরিলাদের সমর্থন করি”। কিন্তু কখন? যখন এই ...