প্যালেস্টাইনের সংগ্রামী জনতাকে
গাজা ভেঙ্গেছে দেওয়াল। কবে ভেঙ্গে যাবে দরজা? ফিরে পাবে সবে খোয়া গিয়েছিল যার যা? # এমনি এমনি কোনোই দেওয়াল কখনো পারেনা ভাঙ্গতে। একজোট হয়ে একে ও অনেকে হয় বোমা ছুঁড়ে মারতে। # বোমা ছুঁড়তেই হয়েছে, কেননা দেওয়াল তুলেছো তোমরা। ভেবেছো ডলারে কেনা সম্ভব সকলেরই প্রাণ-ভোমরা। # 'কারাগার' শুধু নয় জেল-কোঠা। কারাগার গোটা বিশ্ব। এবং কুবের সম্রাট তাই, বাদ বাকী সব নিঃস্ব। # নির্ণীত হয়ে গিয়েছে কবেই কে কার শত্রু, মিত্র —- প্রাণের সিংহ নিনাদে ভাঙবো দেওয়ালের মানচিত্র। সপ্তর্ষি বিশ্বাস ০৮/১০/২০২৩ কলা "সমুদ্র-ঢেইএর মতো তোমার স্তনের ভাঁজে আমি জ্বলে উঠি, শাদা-ফসফরাস"। # পংক্তি দুটি আজই লিখলাম আর তখনই প্যালেস্টাইনে ইজরায়েলি বোমা টুকরো টুকরো করে দিচ্ছে সদ্যোজাত শিশু থেকে বাহাত্তুরে বুড়ো হাবড়াদের। তবু কি আশ্চর্য,দেখো, আমার প্রতিভাবলে বারুদ, মানুষ-ভস্ম, তাদের চীৎকার –--- দাগও পারেনি ফেলতে আমার পংক্তি গুলি আর পীনোন্নত তোমার স্তনেও। # "হৃদয়ের ছমছমে পথে নৈঃশব্দ্য বয়ে নিয়ে যায় স্মৃতির সারস" । # এ পংক্তি যখন লিখি, তখনো রাস্তাঘাটে, এ গ্রহেরই মনিপুর দেশে, সরকারী সিদ্...